চট্টগ্রামের বাঁশখালী লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে এ চার্জশিট দেয়া হয়।রোববার বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেনের আদালতে চার্জশিট জমা দেন র্যাব-৭ এর সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা এএসপি রুহুল আমিন।বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ধর জানান, এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন বলেন, এ মামলার ২৮ আসামির মধ্যে ২১ জন কারাগারে আছেন।
চার্জশিটে অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- ব্যারিস্টার হাসানুজ্জামান লিটন, মাহফুজ চৌধুরী বাপন, হামজা ব্রিগেডের নেতা মনিরুজ্জামান ডন প্রমুখ।গত বছরের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জঙ্গি আস্তানার সন্ধান পায় র্যাব। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র।হামজা ব্রিগেডের অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগান দেয়ার অভিযোগে গত বছর ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে আইনজীবী লিটন ও বাপনসহ গ্রেফতার করা হয় ব্যারিস্টার শাকিলাকে।