৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর মহানগরের শরীফপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দৈনিক ভোরের অপেক্ষার সহকারী বার্তা সম্পাদক জাহিদ হাসান জিহাদের উপরে হামলা চালিয়েছে এলাকার ঘরজামাই খোকন ।
জিহাদকে আহত করে তার কাছে থাকা একটি ক্যামেরা ও নগদ ৪ হাজার ৩ শত টাকা ছিনিয়ে নিয়েছে বলে সাংবাদিক জিহাদ গাজীপুর জয়দেবপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।জয়দেবপুর থানার অভিযোগ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে শরীফপুর এলাকার সালাম মন্ডলের মেয়ের জামাই খোকন দীর্ঘদিন যাবৎ সাংবাদিক জিহাদ কে নিয়ে ফেসবুক আইডিতে বিভিন্ন রকম আপত্তিকর কথাবার্তা পোস্ট করে আসছিলো এবং সাংবাদিক জিহাদ ঘরজামাই খোকনের আত্মীয় স্বজন সহ নিষেধ করা স্বত্ত্বেও খোকন দীর্ঘদিন যাবৎ জিহাদের নামে অপ্রচার চালিয়ে যাচ্ছে।
উক্ত ঘটনার জের ধরে ক্ষ্রীপ্ত হয়ে ঘর জামাই খোকন গত শনিবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার পথে ঘর জামাই খোকন তার উপরে হামলা চালায় এবং জিহাদকে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। এসময় জিহাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে জিহাদকে খোকনের হাত থেকে রক্ষা করে। এদিকে জিহাদ ঐ রাতেই বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে। উক্ত অভিযোগের ভিত্তিতে গতকাল বেলা ১২টার দিকে বাইপাস পুলিশ ফাড়ীর সদস্য এসে সরাসরি তদন্ত করে ঘটনার সত্যতা পায়। তাই বিষয়টির প্রতি গাজীপুর জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিক জিহাদ।