৫২ জাতীয় ডেস্ক।।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সার্বিক বিবেচনায় গ্রহণযোগ্য হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হয়েছে। কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও অঘটন ঘটেছে। এ কারণে ৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ভোট গ্রহণ শেষে বিকালে তিনি সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।তিনি বলেন, সকাল থেকে বেশির ভাগ ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা নির্ভয়ে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। অনিয়মের জায়গায় ব্যবস্থা নেয়া হচ্ছে। আরো ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ৭৩২টি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল কিন্তু আদালতের নির্দেশনা ও কিছু সমস্যার কারণে ৭১২টি ইউপিতে নির্বাচন হয়েছে।
তিনি বলেন, হাতিয়োয় দুইজন গুলিবিদ্ধসহ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। নির্বাচন কমিশন সব জায়গায় নজরদারি করছে। যেখানে অভিযোগ উঠছে ব্যবস্থা নেয়া হয়েছে।নির্বাচনে অনিয়ম নিয়ে বিএনপি ও জাতীয় পার্টির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখনকার সময়ে গণমাধ্যম অনেক শক্তিশালী। কোনো কিছু লুকানো যায় না। বিভিন্ন দলের এমন অভিযোগ থাকবেই।
এ জাতীয় আরো খবর...