আশার কথা- আজ (বুধবার) ভারতের বিপক্ষে মাঠে থাকবেন টাইগারদের শুভ সূচনার প্রতীক তামিম। তামিমকে ফিরে পাওয়া ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ে আগে বড় একটা স্বস্তিই বাংলাদেশ দলের জন্য।
এদিকে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেন নাসির হোসেনও। গুঞ্জণ উঠেছে শুভাগত হোমের বিকল্প হতে পারেন তিনি। কারণ আর কিছুই নয়, অভিজ্ঞ নাসিরকে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাকলাইন সজীব এবং আল-আমিন হোসেন।