মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম কুনিয়া টেকপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে মুরগির ব্যবসা করতেন।
নিহতের চাচা আবদুর রহমান বলেন, রফিকুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম সম্প্রতি বিদেশ যান। ওই সময় তিনি রফিকের খালাত ভাই মুজিবুর রহমানের স্ত্রী রঙমালার কাছ থেকে ৩৫ হাজার টাকা ধার নিয়েছেন বলে দাবি করে মুজিবুর। রফিকের কাছ থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই টাকা চান মুজিবুর।
এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজিবুর ও তার লোকাজন রফিককে মারপিট করেন।পরে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বুধবার সকালে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন জয়দেবপুর থানার এসআই শহীদুল ইসলাম।তিনি জানান, নিহতের মাথায় আঘাতের এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে।