প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ৩০ এপ্রিলের মধ্যে যেসব মোবাইল সিমের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে না সেই সব সিম প্রথমে দুই-চার ঘন্টার জন্য সাময়িক বন্ধ করে দেয়া হবে যাতে গ্রাহক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন, এরপর পর্যায়ক্রমে অনিবন্ধিত সিমগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনটি) মোবাইল নম্বর এমএনপি এপ্রিল-মে-র মধ্যে চালু করা হবে, এর গাইড লাইন সংশোধন করা হচ্ছে পুরো প্রক্রিয়াকে সক্রিয় করার জন্য, এছাড়া মোবাইল ফোনে কল ড্রপের বিষয়ে বিটিআরসির মনিটরিং আরো জোরদার করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হচ্ছে।
তারানা হালিম বলেন, দেশে ইন্টারনেটের মূল্য বিশ্বের তুলনায় কিছুটা কম, সরকারের রাজস্বের ক্ষতি না করে এই মূল্য আরো কমানো যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিচ্ছি, ইতোমধ্যে মানুষের সঙ্গে ইন্টারনেটের সম্পৃক্ততা হয়েছে, এবার যন্ত্র এবং বস্তু সঙ্গে কানেকটিভিটির কাজ শুরু হবে, বাংলাদেশের সমস্ত বিজনেস, ফ্যাক্টরি, মানুষ, রাজপথ সবকিছু কানেকটিভিটির আওতায় আসবে। ইতোপূর্বে এরিকসনের সাথে বার্সেলোনায় আমার কথা হয়েছিলো, তারা বলেছিলো “ইন্টারনেট অব থিংস’ চালু করা যায় কিনা, তারা সেই প্রচেষ্টা শুরু করেছে উল্লেখ করেন তিনি।