৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুরে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে উৎযাপিত হয় মহান স্বাধীনতা দিবস। আজ সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক,ছাত্র/ছাত্রী ও এলাকা বাসি মিলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেন।
বিদ্যালয়ের সভাপতি মোঃ নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ২৬ শে মার্চ আজ সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে উৎযাপিত মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।অালোচনা সভায় মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্ব গাথাঁ ঘটনার আলোচনা করা হয় ।আলোচনায় সর্ব কালের শ্রেষ্ঠ বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের কর্মময় জীবনী তোলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মাষ্টার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন স্বাধীনতা একটি চেতনা ,এটি আমাদের অহংকার এই চেতনা কে বুকে ধারণ করে সত্যিকার অর্থে মানুষ রুপে নিজেদের তৈরি করতে হবে ,সর্বদা নিজেদের অন্যায়ের বিরুদ্ধে ভাবতে হবে ।আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন আমাদের বিদ্যালয়ে জাতীয় দিবস পালন করার কারণ যাতে শিক্ষার্থীরা তাদের দেশ, জাতি সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারে স্বাধীনতার চেতনায় উজ্জিবিত হয়ে নিজেদের জীবনে তা প্রয়োগ করতে পারে ।অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান ।