৫২ মফস্বল ডেস্ক।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই শিক্ষার্থী স্থানীয় সাপলেজা শাহাদাৎ হোসেন মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের দক্ষিণ খেতাচিড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল থেকে জানান, ওই শিক্ষার্থী পাশের গ্রামে বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল।মঙ্গলবার ভোর ৬টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সেখান থেকে বাড়ি আসার পথে অজ্ঞাত দুবৃর্ত্তরা তাকে ধর্ষণের পর কিছু দিয়ে মাথায় আঘাত করে থেতলে হত্যা করে ফেলে যায়।
নিহতের বড় বোন কাজল ঘণ্টা খানেক পর একই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ধান ক্ষেতে ওই শিক্ষার্থীর লাশ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সকাল ১০টার দিকে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।এ ঘটনায় স্থানীয় জনতা সন্দেহ করে একজনকে আটক করার পর পুলিশে দেয়।