এক টুইটের মাধ্যমে তিনি এ খবরের প্রতিবাদও জানিয়েছেন। একই সঙ্গে ভারতের পত্রিকা মিড ডেকে উদ্দেশ করে প্রশ্ন করে তিনি বলেছেন, বেশি পত্রিকা বিক্রির জন্য আপনাদের মিথ্যা গল্প দরকার?
প্রসঙ্গত, ভারতের পত্রিকা মিড ডেসহ বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছিল, গুজরাটের সুরতে একটি হোলির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সানি। অনুষ্ঠানের নাম ‘প্লে হোলি উইথ সানি লিওন’। সেখানেই পারফরম্যান্সের আগে একটি পাঁচতারা হোটেলের করিডোরে তাকে আচমকা প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক, আগে আপনি পর্ন স্টার ছিলেন, এখন ফিল্ম স্টার। সুতরাং এখন আপনি কত টাকা নেন?
প্রশ্ন শুনেই রেগে ওঠেন সানি। তবু নিজেকে সংযত রেখে পাল্টা প্রশ্ন করেন, কী বললেন? আর এক বার বলুন! এর পর প্রশ্ন আরও স্পষ্ট, আরও অশালীন হয় ধেয়ে আসে সানির উদ্দেশে। এ বার সাংবাদিক খুব স্পষ্ট ভাষায় জানতে চান, রাতের প্রোগ্রামের জন্য এখন আপনার চার্জ কত? নিজেকে আর সংযত রাখতে পারেননি। এই চরম অসভ্যতা আর সহ্য করেননি। সোজা চড় কষিয়ে দেন ওই সাংবাদিককে।
এ বিষয়ে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার বলেছেন, ওই খবর সম্পূর্ণ মিথ্যে। খবরের কোনও সত্যতা যাচাই না করেই খবর করে দেওয়া হয়। এটা লজ্জার। এমনকী সানির কোটটাও ভুল। মিডিয়া যে মিথ্যে বলেছে, তা আমরা প্রমাণ করে দিয়েছি।টনা ঘটেনি।
এক টুইটের মাধ্যমে তিনি এ খবরের প্রতিবাদও জানিয়েছেন। একই সঙ্গে ভারতের পত্রিকা মিড ডেকে উদ্দেশ করে প্রশ্ন করে তিনি বলেছেন, বেশি পত্রিকা বিক্রির জন্য আপনাদের মিথ্যা গল্প দরকার?
প্রসঙ্গত, ভারতের পত্রিকা মিড ডেসহ বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছিল, গুজরাটের সুরতে একটি হোলির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সানি। অনুষ্ঠানের নাম ‘প্লে হোলি উইথ সানি লিওন’। সেখানেই পারফরম্যান্সের আগে একটি পাঁচতারা হোটেলের করিডোরে তাকে আচমকা প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক, আগে আপনি পর্ন স্টার ছিলেন, এখন ফিল্ম স্টার। সুতরাং এখন আপনি কত টাকা নেন?
প্রশ্ন শুনেই রেগে ওঠেন সানি। তবু নিজেকে সংযত রেখে পাল্টা প্রশ্ন করেন, কী বললেন? আর এক বার বলুন! এর পর প্রশ্ন আরও স্পষ্ট, আরও অশালীন হয় ধেয়ে আসে সানির উদ্দেশে। এ বার সাংবাদিক খুব স্পষ্ট ভাষায় জানতে চান, রাতের প্রোগ্রামের জন্য এখন আপনার চার্জ কত? নিজেকে আর সংযত রাখতে পারেননি। এই চরম অসভ্যতা আর সহ্য করেননি। সোজা চড় কষিয়ে দেন ওই সাংবাদিককে।
এ বিষয়ে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার বলেছেন, ওই খবর সম্পূর্ণ মিথ্যে। খবরের কোনও সত্যতা যাচাই না করেই খবর করে দেওয়া হয়। এটা লজ্জার। এমনকী সানির কোটটাও ভুল। মিডিয়া যে মিথ্যে বলেছে, তা আমরা প্রমাণ করে দিয়েছি।