৫২ মফস্বল ডেস্ক।। টঙ্গী থেকে।।
টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় গতকাল সোমবার বিকেলে পলিথিনের মুখোশ পড়ে খেলতে গিয়ে মামার হাতে ভাগ্নে নিহত হয়েছে। নিহত হিমেশ (৮) স্থানীয় সামসুদ্দিন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। এঘটনায় নিহতের মামা প্রীতম অনুতপ্ত হয়ে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্থন করে।
পুলিশ জানায়, শিশু হিমেশ তাদের বাড়ির নিকটেই নানার বাড়িতে গতকাল বেড়াতে আসে। এসময় মামা প্রীতম তাদের থাকার ঘরে পলিথিনের ব্যাগ দিয়ে মুখোশ বানিয়ে গলায় পেচিয়ে খেলতে থাকে। তা দেখে ভাগিনা হিমেশও মামার অনুকরণ করে অপর একটি পলিথিনের ব্যাগ মুখোশ হিসেবে পড়ে মামার সাথে খেলায় যোগ দেয়।
একপর্যায়ে হিমেশ শ্বাসরুদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে প্রীতম তাকে নেড়েচেড়ে দেখতে পায় ভাগিনার দেহ নিথর হয়ে গেছে। এঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই অনুতপ্ত হয়ে মামা প্রীতম নিজেই টঙ্গী থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত টঙ্গী থানায় মামলার প্রক্রিয়া চলছিল।