৫২ রাজনীতি ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুত্র শোকে ভেঙে না পড়ার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলামের আমীর আল্লামা আহমেদ শফী। দেশের ‘ক্রান্তিকালে’ দেশবাসী বিএনপি নেত্রীর দিকে তাকিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন এ নেতা।
রোববার সন্ধ্যায় হেফাজতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
হেফাজতে আমীর বলেন, ‘ছেলের মৃত্যুতে ব্যথিত ও শোকবিহ্বল বিরোধী নেত্রীর প্রতি আমরা সহানুভূতির সঙ্গে বলতে চাই, আপনি ভেঙে পড়বেন না। পুরো দেশবাসী এখন আপনার দিকে তাকিয়ে আছে। তাই দেশের বর্তমান দুঃসময় ও ক্রান্তিকালে আপনার মনোবল যেন ভেঙে না পড়ে, সেদিকে খেয়াল রাখার অনুরোধ আমাদের। পুত্র হারানোর শোক থেকে দ্রুত কাটিয়ে ওঠার শক্তি আল্লাহ আপনাকে দান করুন। আমিন।’
তিনি বলেন, ‘দেশের প্রধান বিরোধী দলীয় নেত্রীর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আমরা বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। দেশবাসী ও আলেম সমাজের পক্ষ থেকে আমরা সদ্য মরহুম আরাফাত রহমানের রূহের মাগফিরাত কামনা করছি।’