৫২ জাতীয় ডেস্ক।।
রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষিরা দাফনের সময় সেখানে উপস্থিত ছিলেন।
আরাফাত রহমান কোকোকে চিরবিদায় জানাতে বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা বনানী কবরস্থানে যান। শোকার্ত নেতা-কর্মী ও সমর্থকদের শেষ শ্রদ্ধা জানানোর পর দাফন করা হয় তাকে।
এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ নেওয়া হয় বনানী করবস্থানে। এই কবরস্থানের বি-ব্লকের ১৮৩৮/১৪৭ নম্বর কবরে শায়িত করা হয়েছে কোকোকে।
বায়তুল মোকাররমে অসংখ্য লোক কোকোর জানাজায় অংশ নেয়। রাজধানীর পল্টনমোড় থেকে মতিঝিল এলাকা পর্যন্ত পৌঁছে যায় জানাজায় অংশ নেওয়া মানুষের লাইন। বিএনপির নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষি ও সমর্থকসহ সাধারণ মানুষ কোকোর জানাজায় অংশ নেয়।
বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিন আহমেদ কোকোর জানাজায় ইমামতি করেন।
এরপর কোকোর মরদেহ বহনকারী গাড়ি বনানী কবরস্থানের দিকে রওনা দেয়। গাড়ি ঘিরে বিএনপির হাজারো নেতা-কর্মী মিছিল সহকারে বায়তুল মোকাররম থেকে বনানী কবরস্থানে পৌঁছায় সন্ধ্যা সোয়া ৬টায়।