৫২ বিনোদন ডেস্ক।।
হলিউড তারকা টম ক্রুজ তার সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের ফোনে আড়িপাতার অনুমতি দিয়েছিলেন বলে জানিয়েছে একটি প্রামাণ্যচিত্র। সম্প্রতি সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ‘গোইং ক্লিয়ার : সায়েন্টোলজি অ্যান্ড দ্য প্রিজন অব বিলিফ’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে দেখানো হয়েছে, টম ক্রুজ সায়েন্টোলজি ধর্মে বিশ্বাস করতেন। অথচ সম্পর্কের গোড়া থেকেই এই ধর্ম বিশ্বাসকে সহজভাবে নিতে পারছিলেন নিকোল। উল্টো টম তাকে এই ধর্ম গ্রহণের জন্যে নানা ভাবে চাপ দিতো। এসব কারণে টম ক্রুজ তার স্ত্রী নিকোল কিডম্যানের ফোনে আড়িপাতার অনুমতি দিয়েছিলেন। চার্চের প্রধান ডেভিড মিসক্যাভিজের পরামর্শে সায়েন্টোলজির চার্চের লোকজনই এ কাজটা করতো।
অন্যদিকে সায়েন্টোলজির প্রতিষ্ঠাতা এল রন হাবার্ডের মনোবিজ্ঞানের উপর কোন আস্থা ছিল না। কিন্তু টমের স্ত্রী নিকোলের বাবা অ্যান্থনি কিডম্যান ছিলেন অস্ট্রেলিয়ার প্রথমসারির মনোবিজ্ঞানী। ফলে টমের স্ত্রী উপর প্রথম থেকেই নাখোশ ছিলেন হাবার্ড।
উল্লেখ্য, ১৯৯০ সালে ‘ডেজ অব থান্ডার’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে টমের সঙ্গে প্রেমরে সম্পর্কে জড়িয়ে পরেন নিকোল। কিন্তু ধর্ম বিশ্বাস নিয়ে দ্বন্দ দেখা দেয়ার এক পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।