৫২জাতীয় ডেস্ক।।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে চলমান লাগাতার অবরোধের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল ৬টা পর্যন্ত নাশকতা ঠেকাতে তাদের টহল অব্যাহত থাকবে।
গত ৫ জানুয়ারি সমাবেশ করতে বের হতে চেয়ে পুলিশের বাধা পেয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দাবি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন। তবে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে এই সরকারের পূর্ণ মেয়াদের একদিন আগেও নির্বাচন হবে না।
৫ জানুয়ারি অবরোধের ডাক আসার পর থেকেই রাজধানীতে প্রায় প্রতিদিনিই সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার অসহায় শিকার হচ্ছেন কর্মব্যস্ত সাধারণ মানুষ।