৫২ রাজনীতি ডেস্ক।।
নোয়াখালীতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে সহিংসতা এড়াতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ৫ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত বিএনপি নেতারা হচ্ছেন-জেলার চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান সামছুল আরেফিন শামীম, এহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান খান সাজু, চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক আনিস হানিফ ও চাটখিল উপজেলা যুবদলের সদস্য ফারুক হোসেন, অপর ৫ জন জামায়াত কর্মী। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানান, অবরোধে সব ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি বিজিবি টহলে রয়েছে।