৫২ রাজনীতি ডেস্ক।।
জামায়াতের ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘জনতার আন্দোলনে দিশেহারা জুলুমবাজ ও ফ্যাসিবাদী সরকার এখন হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই সারা দেশে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করার মধ্য দিয়ে দেশটাকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে, যা পৃথিবীর কোনো সভ্য গণতান্ত্রিক দেশে কাম্য নয়। কিন্তু তাদের সে ষড়যন্ত্র জনগণ কখনোই সফল হতে দেবে না।’
বুধবার সকালে রাজধানীর মালিবাগে অবরোধের সমর্থনে বের করা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি সরকারকে এসব হঠকারিতা পরিহার করে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানান।
মিছিলটি মালিবাগ শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, শিবির নেতা মোস্তাফিজুর রহমান, মুরাদ হোসেন, আনিসুর রহমান, জামায়াত নেতা সুলতান মাহমুদ ও মাহবুবুর রহমান প্রমুখ।