মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ’ উপলক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “র্যাবকে দেশে বিদেশে অপশক্তির সঙ্গে টক্কর দিতে হয়। তাই এই বাহিনীটিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে।”
পুলিশে ৫০ হাজার জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “যারা নিয়োগ পাবেন তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
দেশব্যাপী পুলিশের জন্য প্রয়োজনীয় টহল গাড়ির ব্যবস্থা, ব্যারাক ও ভবন নির্মাণ, নারী পুলিশের ব্যারাক তৈরির উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।