ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৭৫নং চরহাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিরোদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি পরিত্যক্ত একটি ঘরে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধানে গিয়ে দেখা যায় ঐ দুটি ছবি সাবেক টিন সেট একটি রুমে ফেলে রাখা হয়েছে। ঐ শিক্ষকের লাইব্রেরীতে গিয়ে দেখা যায় প্রয়োজনীয় সকল জিনিস ও কাগজ পত্র রয়েছে কিন্তু ঐ দুটি ছবি লাগানো হয়নি। এই ব্যাপারে ঐ প্রধান শিক্ষক আজিজুল হক এর সাথে তার লাইব্রেরীতে বসে ছবি দুটির ব্যাপারে আলাপ করলে তিনি বলেন ভাই সময়ের জন্য ছবি দুটি লাগাতে পারলাম না।
ঐ ছবি গুলো কোথায় আছে এমন প্রশ্নের জবাবে তিনি কতক্ষন চুপ থেকে বলেন নিচে একটি রুমে আছে। ঐ রুমটি দেখানোর কথা বললে তিনি কিছুক্ষন চুপ থেকে তিন তলা লাইব্রেরী থেকে এসে একটি পরিত্যক্ত ঘরে তালা খুলে দিলে ভিতরে গিয়ে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি একটি টিন সেটের ঘরে মধ্যে হেলানো অবস্থায় আছে। এরপরই ঐ শিক্ষক তার সহকারি এক শিক্ষক দিয়ে ছবি দুটিকে লাইব্রেরীতে নিয়ে আসেন এবং বলেন এটার জন্য আমি ক্ষমা প্রার্থী।
এব্যাপারে ঐ ওয়ার্ডের মেম্বার আবু তাহের হাওলাদার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এটা খুব দুঃখ জনক। ঐ ইউনিয়নের যুব লীগের সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার ফাউন্ডেশন কর্মী মোঃ ইউসুফ জানান আমাদের প্রান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধান মন্ত্রীর ছবি ফেলে রাখার জন্য আমরা ঐ শিক্ষকের বিরোদ্ধে তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়ার জন্য উধ্বর্তন কর্মকর্তাদের কাছে এ ইউনিয়নের যুবলীগের পক্ষ থেকে এই দাবী জানাই। এই ব্যপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।