৫২ জাতীয় ডেস্ক।।
ক্যাম্পাসের ভেতরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মো. রইস উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কার্জন হলের সামনে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।
এবিষয়ে দমকল বাহিনীর প্রধান নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।