৫২ রাজনীতি ডেস্ক।।
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২১ ও ২২ জানুয়ারি; বুধ ও বৃহস্পতিবার ছাত্র ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ধর্মঘটের ঘোষণা দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল নেতাদের হত্যা, গুম, গ্রেপ্তার এবং শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের প্রতিবাদে এবং অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে।