আগুনে মানুষ পোড়ানোর মধ্য দিয়ে খালেদা জিয়া রাজনীতির ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আন্দোলনের নামে বিএনপির সাম্প্রতিক কর্মকান্ডকে অশুর শক্তির সাথে তুলনা করে তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক চিন্তাচেতনার সঙ্গে অশুভ শক্তি কাজ করছে, যার সঙ্গে সমন্বয় ঘটেছে বুদ্ধির দুষ্টুমির, চাতুরতার। উনি এখন রাজনীতির ভিলেন।
ইনু বলেন, ৭১-এ ভিলেন ছিল পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদররা। ৭৫-এর ভিলেন ছিলেন খন্দকার মোস্তাক ও জেনারেল জিয়া। এখন রাজনীতির ভিলেন জঙ্গিবাদ ও তাদের পৃষ্ঠপোষকতাকারী খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ‘জীবনানন্দ উৎসব কমিটি ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ’ যৌথ আয়োজনে ‘জীবনানন্দ উৎসব: রূপসী বাংলা পুরস্কার প্রদান, বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থ ও অডিও সিডি’র প্রকাশনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাসীমূলক কর্মকান্ড অব্যাহ রেখেছে এবং দানবের মত একেবারে ঠান্ডা মাথায় চলন্ত বাসের মানুষগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, তার (খালেদা জিয়া) এই দানবীয় কাজের সঙ্গে খলনায়ক চরিত্রও কাজ করে। উনি গণতন্ত্রের ঘোমটা পরেছেন; কিন্তু সাম্প্রদায়িক সত্তায়ও বিশ্বাস করেন।
কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের পাশে থেকে মানুষকে মনুষ্যত্ব অর্জন করার শক্তি যোগাবেন, প্রেরণা যোগাবেন। যারা পুরস্কার পেয়েছেন, ভবিষ্যতে তারা আমাদেরকে একটি সুন্দর সমাজ, ভালো সমাজ, হৃদয়বান সমাজ, মানবিক সমাজ তৈরি করার জন্য প্রেরণা যোগাবেন।
কলকাতার কবি, জীবনানন্দ উৎসব কমিটির সভাপতি অমৃত মাইতি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, কবি কাজী রোজী এমপি, ভারতের প্রাবন্ধিক সুন্নাত জাহা, লেখক মোনায়েম সরকার, কবি নুরুল হুদা ও কবি আসলাম সানি।