আমরা আল্টিমেটাম দিচ্ছি, আগামী ২ তারিখের পূর্বেই এসব সন্ত্রাস বন্ধ না করলে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দেওয়া হবে। তাকে এমন ভাবে অবরোদ্ধ করা হবে যে তাকে না খেয়ে মরতে হবে বলে জানিয়েছেন শ্রমিক-কর্মচারি-পেশাজীবী সমন্বয় পরিষদের আহব্বায়ক ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারি-পেশাজীবী সমন্ব্য পরিষদ আয়োজিত এক মহা সমাবেশে সভাপতিত্বে বক্তব্যে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, ১৪ লাখ পরিক্ষার্থীর বিরুদ্ধে খালেদা জিয়া যুদ্ধ ঘোষণা করেছে। আমরা মাঠে থেকে তাদেরকে প্রতিরোধ করব। দরকার হয় পরীক্ষা কেন্দ্রে পাহারা দিব।
বোমাবাজদের হাতেনাতে ধরিয়ে দিয়ে চলমান সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্কথাকার জন্য সমাবেশে দেশ বাসীর প্রতি আহবান জানান তিনি।
খালেদা জিয়ার প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, যে আগুন জ্বালাচ্ছেন সেই আগুনে আপনাকেও জ্বলতে হবে। খালেদা জিয়া আপনার কাছে আমার প্রশ্ন সন্তানের জন্য আপনি কাতর হয়েছেন। কত মায়ের বুক আপনি খালি করেছে একটু ভেবে দেখেন।
চলমান সহিংস কর্মকান্ডে ২০ দলীয় জোটের প্রতি ঘৃনা জানিয়ে নৌমন্ত্রী বলেন, এটা ২০ নয় বিষ দলীয় জোট।
সমসবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেলল হক, জাসদের স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেত্রী শিরিন আক্তার, সেচ্ছা সেবক লীগের সেক্রেটারি পঙ্কজ দেবনাথ, মুক্তযোদ্ধা সংসদের চেয়ারম্যান অবঃ মেজর জেনারেল হালাল মূর্শেদ খান, চলচিত্র ব্যাক্তিত্ব কাজী হায়াত প্রমূখ।