৫২ রাজনীতি ডেস্ক।।
রোববার থেকে সারাদেশে একযোগে ৭২ ঘন্টার হরতাল ডেকেছে বেএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৭২ ঘণ্টা এ হরতাল পালন করা হবে।
আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির যুঘ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এ হরতাল আহ্বান করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী রবি, সোম ও মঙ্গলবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার সকাল ৬টা পর্যন্ত ২০ দলীয় জোটের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ৭২ ঘণ্টার হরতাল পালনের জন্য আহ্বান জানানো হয়েছে।