৫২ রাজনীতি ডেস্ক।।
আন্তর্জাতিক অশুভ শক্তির হাত না থাকলে বর্তমান সরকারকে কেউ উৎখাত করতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শুক্রবার চার দিনব্যাপী দশম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৫ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে উদ্বিগ্ন করে যে আন্দোলন বিএনপি করছে, তা দিয়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করা যাবে না। মানুষ পুড়িয়ে, সন্ত্রাস করে, গুপ্ত হত্যা করে সরকার পতন করা যাবে না। আমি মনে করি, আন্তর্জাতিক কোনো অশুভ শক্তির হাত না থাকলে বর্তমান সরকারকে কেউ উৎখাত করতে পারবে না।’
এরশাদ বিরোধী আন্দলনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘এরশাদের সময় আন্দোলন করেছি। সে সময় হরতাল অবরোধ দিয়েছি। কিন্তু পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কিন্তু বিএনপি পরীক্ষার সময়ও হরতাল অবরোধের নামে মানুষ হত্যায় মেতে উঠেছে। তারা মুসলিম উম্মাহর বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমাকেও ছাড় দিচ্ছে না, ঈদ-ই-মিলাদুন্নবীর সময়েও না।’
সরকার জননিরাপত্তায় যা করার করবে জানিয়ে আমির হোসেন আমু বলেন, ‘সরকারের কাজ হবে হরতাল অবরোধের সময় মানুষের নিরাপত্তা দেয়া। জনগণের নিরাপত্তায় যা করা উচিৎ তার প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে।’
বাংলাদেশের প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দিন অনু্ষ্ঠানের সভাপতিত্বে এসময় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, লুনা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এএসএম কামাল উদ্দিন, বিপিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদসহ প্লাস্টিক শিল্প মালিকরা এসময় উপস্থিত।
বিপিজিএমইএ এবং তাইওয়ানের প্রতিষ্ঠান চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করে।