বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি।
ফিনল্যান্ড শাখা বিএনপির সভাপতি জামান সরকার ও সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদ এক যৌথ বিবৃতিতে বলেন, চেয়ারপারসেনর কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলমান আন্দোলন থামানো যাবে না। বর্তমান সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিবৃতিতে তারা আরো বলেন, বর্তমান সরকার তাদের পরাজয় নিশ্চিত জেনে মরণ খেলায় মেতে উঠেছে। একের পর এক নিষ্ঠুর ও অমানবিক কাণ্ড ঘটিয়ে যাচ্ছে।
বিবৃতিতে ফিনল্যান্ড শাখা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবুল হাসেম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোকলেসুর রহমান চপল, সহ-সভাপতি এজাজুল হক রুবেল, বদরুম মনির ফেরদৌস, মো. আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিম খলিল, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নিজাম আহমেদ, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, মঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মো. জুয়েল, সাজ্জাদ মুন্না, নুরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, সবুজ খান, তানভীর আহমেদ, নজরুল ইসলাম, মো. জুয়েল, আরিফ আহমেদ, নাজমুল হাসান, ফাহমিদ-উস-সালেহীন, মোহাম্মদ হাসিব উদ্দিন, সাজিদ খান জনি, খালেদুল ইসলাম, আজাদ আবুল কালাম, মো. সহিদুল, সাজিদ খান জনি, শাকিল নেওয়াজ, আজমাইন রহমান, রাসেল খান প্রমুখ নিন্দা ও প্রতিবাদ জানান।
শুক্রবার রাত পৌনে ৩টার দিকে ডেসকো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষেদের এক সমাবেশে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছিলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলাশান কার্যালয়ের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হবে।’