গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর বন্দী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসালম আলমগীরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে কারা কর্তৃপক্ষ তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তাস্তর করেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র সুপার জাহাঙ্গীর কবির জানান, ২৭ জানুয়ারি আদালত পল্টন থানার একটি মামলায় মির্জা ফখরুল ইসালম আলমগীরকে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ‘পুলিশ হেফাজতে’ নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন
এ প্রেক্ষিতে শনিবার সকাল ১০টার দিকে পল্টন থানা পুলিশ কারাগারে এলে তাদের কাছে ফখরুলকে হস্তান্তর করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, আদালত পল্টন থানার একটি মামলায় মির্জা ফখরুল ইসালম আলমগীকে ২৭ জানুয়ারি তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সকালে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিমের নেতৃত্বে পুলিশের একটি দল কাশিমপুর কারাগারে যান। দুপুর পৌনে ১২টার দিকেও তিনি পল্টন থানায় পৌঁছননি।
ফখরুল ইসলাম আলমগীর কাশিমপুরের কারাগারের সুরমা ভবনের একজন ডিভিশনপ্রাপ্ত বন্দী। এ কারাগারের একই ভবনে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক, বিএনপি নেতা শমসের মুবিন চৌধুরী, সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন, সামসুজ্জামান দুদুসহ সাতজন ভিআইপি ডিভিশনপ্রাপ্ত বন্দী হিসেবে রয়েছেন।
এর আগে দুদুকেও পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও পুলিশ শনিবার দুপুর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিতে আসেননি বলে জানান কারা সুপার।