৫২ খেলাধুলা ডেস্ক।।
স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের বিশ্বাস মাইকেল ক্লার্ককে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ডিসেম্বরে হ্যামস্ট্রিং চোটে পড়ার পর শনিবার একটি অর্ধশতক দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন ক্লার্ক। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে চোটে পড়ার পর ৩১ বছর বয়সী তারকার বদলে টেস্ট ও ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন যথাক্রমে স্টিভ স্মিথ ও জর্জ বেইলি।
বিষয়টি নিয়ে নজরে আনা হয়েছিল ওয়ার্নের। সোমবার স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক অসি অধিনায়ক বলেন, ‘আমি মনে করিনা যে ক্লার্ককে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে অস্ট্রেলিয়া। দেখুন ১২ মাস আগেও খারাপ অবস্থার মধ্যে ছিল অস্ট্রেলিয়া। এরপর ৫-০ ব্যবধানে অ্যাশেজ জেতে ক্লার্করা। আর দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারায়।’
সংযুক্তি হিসেবে তিনি আরো বলেন, ‘আমাদের সবাইকেই ক্লার্কের অধিনায়কত্বের প্রশংসা করতে হবে। সুতরাং ফিট থাকলে প্রথম ম্যাচেই তাকে চাইব আমি।’ রোববার বেইলির নেতৃত্বে ১১২ রানে জিতে ত্রিদেশীয় সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। তারপরও বেইলির একাদশভূক্তির তেমন সম্ভাবনা দেখছেন না ওয়ার্ন। এর কারণে ব্যাট হাতে বেইলির বাজে ফর্ম।