সোমবার সকাল ১০টার দিকে বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টরের কর্মকর্তা মেজর এসএম রবিউল ইসলাম।
নিহতের নাম নজরুল ইসলাম (২৮)। গুলিতে তার এক সঙ্গী আহত হয়েছেন। আহত সাহেদুর রহমানকে (২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে নিজের জমিতে নজরুলসহ কয়েকজন কৃষক কাজ করার সময় হঠাৎ করেই বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে নজরুল ঘটনাস্থলেই নিহত হয়।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেজর রবিউল বলেন, “বাংলাদেশের অচিন্তপুর বিওপির বিপরীতে ভারতের ৯৬ বিএসএফের বংশী সীমান্ত ক্যাম্পের সদস্যরা বিনা উষ্কানিতে এই গুলি চালায়। বিএসএফ নজরুলের লাশ নিয়ে গেছে।”
বিজিবির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও তিনি জানান।