যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাসাসের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খোকা বলেন, তিরিশ মিনিটের মধ্যেই ঢাকাকে আওয়ামী মুক্ত করা সম্ভব। এর জন্য আমাকে সশরীরে ঢাকায় ফেরারও প্রয়োজন হবে না।
তিনি বলেন, সরকারকে বলতে চাই, এখনও সময় আছে সংলাপের মধ্য দিয়ে দেশবাসীর প্রত্যাশিত নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারিদের মতো করুণ পরিণতি আপনাদেরও বরণ করতে হবে।