৫২ রাজনীতি ডেস্ক।।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছেন।
সোমবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।
জাফিয়া ও জাহিয়ার পরীক্ষা থাকায় তারা মালয়েশিয়া চলে গেছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। গত ২৯ জানুয়ারি মঙ্গলবার বাবার কফিনের সাথে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দেশে আসে। মালয়েশিয়া রওনা হওয়ার আগে সকালে স্বামীর কবরে দুই মেয়েকে নিয়ে যান শার্মিলা রহমান সিঁথি।
এর আগে রোববার রাতে দাদি খালেদা জিয়ার কাছ থেকে দুই নাতনি বিদায় নিয়ে নানির বাসায় রাত কাটান।
এদিকে বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে আগামী বুধবার সারাদেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল করবে বিএনপি। এছাড়া অন্যান্য উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর।