বিএনপি জোটের লাগাতার অবরোধে নাশকতার মধ্যে এই চিকিৎসাকেন্দ্রটিই হয়ে উঠেছে বহু মানুষের শেষ ভরসার জায়গা।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সংসদ ভবনের কার্যালয়ে এ প্রকল্পের পরিচালক ডা. আবুল কালামের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, এই অনুদানের মধ্যে দুই কোটি টাকা দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক। এছাড়া এক্সিম ব্যাংক ও আইএফআইসি ব্যাংক দিয়েছে এক কোটি টাকা করে।
অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ, ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারির অবৈতনিক উপেষ্টা ডা. সামন্তলাল সেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে এই ইন্সটিটিউটই দেশে পোড়া রোগীর চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র যদিও প্রয়োজনের তুলনায় এখানে সুযোগ-সুবিধা এখনো অপ্রতুল।
এ ইন্সটিটিউটে তিনশ শয্যায় রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকলেও বছরের এ সময়টায় রোগী থাকে গড়ে পাঁচশর মতো।