৫২ লাইফ স্টাইল ডেস্ক।।
কলোম্বিয়ার বিখ্যাত একটি বৌদ্ধ মন্দিরের পাশে বিবস্ত্র অবস্থায় পরস্পপরের ছবি তোলার অভিযোগে তিন ফরাসি পর্যটককে সে দেশ থেকে বহিষ্কার ও নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বান্তেয় দেই নামের ওই বৌদ্ধ মন্দির বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় স্থান। এ খবর দিয়েছে ডেইলি মেইল। তাদেরকে বৃহস্প্রতিবার হাতেনাতে বিবস্ত্র অবস্থায় ফটোসেশনের সময় আটক করে কলম্বিয়ান কর্তৃপক্ষ।
এরপর তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ভিডিও তৈরির অভিযোগ আনা হয়। অভিযুক্ত তিন ফরাসির নাম রদলফে ফৌরগিওট, আলেক্সান্দ্রে ভিক্স ও ভিনসেন্ট বকুয়েট। তাদেরকে ছয় মাসের কারাদন্ড ও ১০ লাখ কলোম্বিয়ান রিয়েলস বা ১৬০ ইউরো জরিমানা করা হয়। তাদের ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়। এছাড়া আগামী চার বছর তাদের কলম্বিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তিন ফরাসি নিজেদের ভুল স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়েছে। উল্লেখ্য, নবম থেকে পঞ্চদশ শতাব্দি পর্যন্ত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত এ বৌদ্ধ মন্দিরটি ছিল খেমার রাজের রাজপ্রাসাদ।