৫২ রাজনীতি ডেস্ক।।
খালেদা জিয়ার বিরুদ্ধে অব্যাহত মিথ্যা মামলার প্রতিবাদে ২০ দলের ডাকা চলমান হরতালের সীমা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকার গণদাবী মেনে নেয়ার কোন ঘোষণার বদলে যৌথবাহিনী দিয়ে গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২০ দলীয় জোটের নেতা-কর্মীদেরকে নির্বিচারে খুন-গুম ও গণগ্রেপ্তার, সাংবাদিক নির্যাতন, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থার ওপর সরকারী হস্তক্ষেপ, খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল সিনিয়র নেতাসহ বরেণ্য বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ হরতাল বাড়ানো হয়েছে।