৫২ জাতীয় ডেস্ক।।
বাংলাদেশে প্রকাশিত বাংলা ও ইংরেজী দৈনিক পত্রিকা মোট ৮৮৫টি। এরমধ্যে বাংলা ভাষায় প্রকাশিত দৈনিকের সংখ্যা ৮১৯ এবং ইংরেজী ভাষায় ৬৬টি।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের ১২তম কার্যদিবসে সংসদে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সংরিক্ষত মহিলা আসনের সাংসদ মনোয়ারা বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
হাসানুল হক ইনু জানান, তথ্য মন্ত্রণালয় বেসরকারিখাতে মোট ৪১টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন প্রদান করেছে। তবে বর্তমানে বেসরকারিভাবে ২৩টি এবং সরকারিভাবে ৩টি টেলিভিশন চ্যানেল চালু আছে।
অন্যদিকে মন্ত্রণালয় নতুন করে কোন টিভি চ্যানেল অনুমোদন দেওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি।
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের টিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ আছে। ভারতে বাংলাদেশ চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই। আর বিদেশি টিভি চ্যানেল প্রদর্শনের ক্ষেত্রে ডাউনলিংক ফি বেশী হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটরা বাংলাদেশি চ্যানেল প্রদর্শনে আগ্রহী হচ্ছে না।
মন্ত্রী আরো জানান, বাংলাদেশে ভারতের ৩২টি পে-চ্যানেল এবং আটটি ফ্রি চ্যানেল সম্প্রচারিত হয়।