সিডর সুমন ।। ৫২ বিনোদন ডেস্ক।।
ব্যতিক্রমধর্মী অ্যাকশন গল্পের চলচ্চিত্র নিয়ে আসছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন পরিচালক সাজ্জাদ খান নিজেই। সম্প্রতি ঢাকার কয়েকটি লোকেশনে চলচ্চিল্ফটির প্রথম লটের কাজ সম্পন্ন হয়েছে। একঝাঁক নতুন অভিনয় শিল্পী নিয়ে তৈরি হচ্ছে ক্রুশ যার বিভিন্ন চরিত্রে থাকছে ব্যাপক চমক। এ ব্যাপারে পরিচালক সাজ্জাদ বলেন, “আমার সিনেমাতে কোন ষ্টার শিল্পী আমি নেই নি। অভিনয় জানা কিছু তরুণ-তরুণী কাজ করছে আমার চলচ্চিত্রে। আশা করছি চলচ্চিত্রটি দর্শকের কাছে ভালো লাগবে।” চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হাসান কামরুল, মায়া হিমু, শেখ সোহেল, সিডর সুমন, ইমরুল কায়েস রনি সহ আরো অনেকে। এবছরই চলচ্চিত্রটির কাজ শেষ করে মুক্তি দেওয়ার কথা জানান চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান এইচ কে প্রোডাকশন।