৫২ মফস্বল ডেস্ক।।
গোপন বৈঠক করার সময় বুধবার বিকেলে টঙ্গী থানা জামাত নেতা লুৎফর রহমান (৩৫) কে গ্রেফতার করেছে টঙ্গী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশ জিহাদি বই, লিফলেট, পোস্টার ও ফেস্টুন উদ্ধার করে।
জানা যায়, টঙ্গী মডেল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে, আজ সন্ধ্যা ৬টায় টঙ্গীর বড় দেওড়া আদর্শ পাড়া নূর মোহাম্মদের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গোপন বৈঠকের সময় সংঘবদ্ধ অন্য জামায়াত কর্মীরা পালিয়ে যায়।
টঙ্গী মডেল থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, জামাত নেতা লুৎফর রহমান বড় দেওড়া আদর্শ পাড়ায় নূর মোহাম্মদের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুৎফর রহমানকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটকৃত জামায়াত নেতা নিজেকে টঙ্গী থানা জামায়াতে ইসলামীর যুগ্ম-সম্পাদক এবং রুকন বলে দাবি করেন। এব্যাপারে টঙ্গী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।