বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আয়কর প্রদানের উত্তরাধিকার নির্বাচনের জন্য কোকোর স্ত্রী শর্মীলা রহমান সিঁথিকে চিঠি পাঠাচ্ছে কর বিভাগ।
কর কমিশনার মেফতা উদ্দিন জানান, আয়কর অধ্যাদেশ অনুযায়ী, মৃত ব্যক্তির আয়কর তার উত্তরসূরিরা প্রদান করবেন। তার সম্পত্তির প্রধান দাবিদারকেই চিঠি পাঠানোর নিয়ম রয়েছে।
এ ব্যাপারে কোকোর আয়কর উপদেষ্টা আহমেদ আজম খান জানান, এ বছর জটিলতার কারণে আরাফাত রহমান কোকোর আয়কর রিটার্ন যথাসময়ে দেয়া যায়নি। উপকর কমিশনারের কাছে চিঠি দিয়ে আমি উনার আয়কর প্রদানের সময় ৩ মাস বৃদ্ধি করেছিলাম। সময় এখনো শেষ হয়ে যায়নি।
তিনি জানান, আমি ঢাকার বাইরে রয়েছি। ঢাকায় এসে উনার উত্তরসূরি নির্ধারণ করে দেব।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে আরাফাত রহমান কোকো আয়কর প্রদান করছেন। তিনি রিটার্ন জমা দিচ্ছেন। কোকোর মালিকানায় রয়েছে রহমান নেভিগেশন ও রহমান শিপিং লাইন।
এ দুটি কোম্পানি থেকেই আরাফাত রহমান কোকোর আয় রয়েছে। চলতি বছর কোকোর ইটিআইএন না থাকায় যথাসময়ে আয়কর রিটার্ন প্রদান করতে পারেননি তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শার্মিলা রহমান সিঁথি ও দুই নাতনি জাফিয়া ও জাহিয়া গত সোমবার দুপুরে মালয়েশিয়ায় ফিরে যান। গত ২৯ জানুয়ারি মঙ্গলবার বাবার কফিনের সঙ্গে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দেশে আসেন।
মালয়েশিয়া রওনা হওয়ার আগে সকালে স্বামীর কবরে দুই মেয়েকে নিয়ে যান শার্মিলা রহমান সিঁথি। এর আগে রোববার রাতে দাদি খালেদা জিয়ার কাছ থেকে দুই নাতনি বিদায় নিয়ে নানির বাসায় রাতযাপন করেন।
গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।