এস কে দোয়েল > তেঁতুলিয়া থেকে।।
তেঁতুলিয়ার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ২ নং ইউপির তিরনই গ্রামের তরিকুল ইসলাম (২২), সদর ইউনিয়নের সামসুল হক (৪৫), দর্জিপাড়া গ্রামের তহিদুল, মাগুড়া গ্রামের সবুজ (২৩), আব্দুল হাকিম (১৯), এবং শালবাহান হাটে দুই হকার ওয়াসীম মুন্সি (২৫), প্লাটুন বিশ্বাস (২৫)। তেঁতুলিয়া থানার এস আই বসন্ত রায় নিউজ চ্যানেল ৫২ কে জানান, ৫ ফেব্রুয়ারী তেঁতুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ জনকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে, বাকীদের ৪ জনকে সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।