নাশকতার মামলায় ঢাকা ও কুমিল্লার পর পঞ্চগড়েও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। এ মামলায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকেও আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বোদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম সোহাগ বাদী হয়ে আমলী আদালত-৩ এ মামলাটি দয়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী ফখরুল হাসান তপু ও পদ্মলোচন দে জানান, বিচারক শিশির কুমার বসু অভিযোগ আমলে নিয়ে বোদা থানার ওসিকে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ৫ জানুয়ারি ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয়া হয়। এরপর থেকে আসামিদের নির্দেশে দলীয় নেতাকর্মীসহ সন্ত্রাসীরা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা, নানাভাবে জানমালের ক্ষতিসাধনের পাশাপাশি রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ করছে।
সেলিম সোহাগ বলেন, একের পর এক মানুষ হত্যাসহ নানা ঘটনায় বিবেকতাড়িত হয়ে তিনি আদালতে প্রতিকার চেয়েছেন।
বোদা থানার ওসি মজনুর রহমান বলেন, মামলা বা আদালতের নির্দেশের কোনো কাগজপত্র এখনও পাননি।
এর আগে ঢাকার যাত্রাবাড়িতে বাসে এবং কুমিল্লার চৌদ্দগ্রামে কভার্ড ভ্যান ও বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশের মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এছাড়া ঢাকার আদালতে একটি অভিযোগ দায়ের করেন জনননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী