৫২ রাজনীতি ডেস্ক।।
বিএনপি সমর্থিত ২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল-অবরোধে পেট্রোলবোমা হামলার দায় স্বীকার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃস্পতিবার বেলা ১১ টার দিকে ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ নামের অফিসিয়্যাল ফেসবুক পেজ থেকে এ দায় স্বীকার করা হয়। এদিকে ওই পেজের অ্যাডমিনদেরকে শিবিরকর্মী বলে আখ্যায়িত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ।
রাবি ছাত্রলীগের অফিসিয়্যাল ফেসবুক পেজটির একটি স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘চিন্তা করো মামা কি ব্রেইন। পেট্রোল বোম ককটেল মারছি আমরা আর দোষ হচ্ছে বিএনপি ছাত্রদল জামায়াত শিবীর এর। একেই বলে পলিটিকস।’ ওই পেজটির লিঙ্কটি হল- (https://www.facebook.com/BangladeshStudentLeagueRajshahiUniversity)
বৃহস্পতিবার সকাল ১১টায় স্ট্যাটাসটি দেয়ার আধা ঘন্টা পর আর সেখানে গিয়ে লেখাটি পাওয়া যায়নি। স্ট্যাটাসটি দেখার পর বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকে মুটোফোনে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তেমন কিছু বলতে পারেনি। তবে কয়েক মিনিট পরে তা মুছে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘রাবি শাখা ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে বলে শুনেছি।’ ওই স্ট্যাটাসটি পরবর্তীতে কারা মুছে ফেলেছে বিষয়টি জানতে চাইলে পেজটি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। তবে হ্যাক হওয়া পেজ এতদ্রুত কিভাবে উদ্ধার হয়েছে জানাতে চাইলে তিনি কোনো মন্তব্য করেন নি।
এদিকে এ পেজের অ্যাডমিনরা শিবির হতে পারে উল্লেখ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, ‘যদি ওই পেজটি রাবি ছাত্রলীগের অফিসিয়াল পেজ হয়ে থাকে তাহলে আমরা খুঁজে দেখছি পেজের অ্যাডমিন কারা। পেট্রোলবোমা হামলার দায় ছাত্রলীগ কখনই স্বীকার করতে পরেনা। শিবিরকর্মীরা এই পেজটি চালাতে পারে।’