বায়ান্ন আর একাত্তরে যেমন করে,
জেগেছিল বাঙালী দেশের তরে,
তেমন করে ভালোবাসলে সবাই সবার স্থান থেকে
অবাক হয়ে বিশ্ববাসী দেখবে সোনার বাংলাকে।
রাজনীতি হতো যদি নীতির রাজা
দুর্নীতিবাজ পেতো তবে তার সাঁজা।
যাচ্ছেন যারা বিদেশেতে উচ্চ- শিক্ষার তরে
যোগ্য সম্মান দিয়ে সরকার আনবেন তাদের ফিরে।
মেধা দিয়ে তাঁরাই গড়বেন নতুন কর্মসংস্থান
দক্ষ শ্রমিক হয়ে মোরা বাড়াবো বাংলার মান।
কৃষি প্রধান আমার দেশের কৃষকের নেই দাম
ঝরছে সদা মাটির বুকে তার শরীরে ঘাম।
ত্রিশলক্ষ প্রাণ দিয়ে এদেশ আমার কেনা
পরিশোধ করতে হবে বীর শহীদদের রক্তের দেনা।