৫২ জাতীয় ডেস্ক।।
পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নয়া মার্কিন রাষ্ট্রদূত স্টেফেন্স ব্লুম বার্নিক্যাট।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে পাস্পরিক সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে এটি অনানুষ্ঠানিক সোজন্য সাক্ষাৎ হওয়ায় কোনো সংবাদ সম্মেলন করা হয়নি।
এসময় বার্নিক্যাট বলেছেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই স্পষ্ট, দুই দেশই গণতান্ত্রিক এবং সহিঞ্চুতার সংস্কৃতি চর্চা করে।
বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশের পরিণত করা এবং প্রাকৃতি দুর্যোগ মোকালেবলার সক্ষমতা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ঢাকায় পৌঁছান বার্নিক্যাট। ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এতোদিন তিনি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন বলে জানানো হয়।
একজন মিনিস্টার-কাউন্সিলর পর্যায়ের পেশাদার ঊর্ধ্বতনপররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য হিসেবে রাষ্ট্রদূত বার্নিক্যাট সর্বশেষ ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মানবসম্পদ ব্যুরোতে উপ-সহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।