৫২ মফস্বল ডেস্ক।।
সংগঠনের নেতা শাহাবুদ্দিন হত্যার প্রতিবাদে রোববার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে শিবির। ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখার প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আশরাফুল আলম ইমন, রাজশাহী মহানগর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেলসহ আট জেলার সভাপতি
নেতারা বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখার তথ্য সম্পাদক মো: শাহাবুদ্দিন, হবিবুর হল সভাপতি মো: হাবিবুর রহমান এবং বিনোদপুর আবাসিক সভাপতি মফিজুর রহমান বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে মটরসাইকেল করে ফেরার পথে কাটাখালি পৌরসভার সামনে পুলিশ তাদের গতিরোধ করে গ্রেফতার করে। পরে পুলিশ শাহাবুদ্দিনকে নির্যাতনের পর গুলি করে হত্যা করে এবং অপর দুইজনকেও গুলিবিদ্ধ করে আহত করে। বর্তমানে তারা দুইজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে।
শিবির নেতারা আরো বলেন, “আওয়ামী সরকার চক্রান্তের জাল বিস্তার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তাদের চক্রান্তকে বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। প্রতিটি হত্যার জন্যই সরকারকে জবাবদিহি করতে হবে। ছাত্রজনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। উন্মাদ এই সরকারের বাঁচার আর কোনো পথ নেই। সরকার যদি এখনই ক্ষমতা থেকে সরে না দাঁড়ায় তাহলে তাদের পরিণতি ক্রমেই ভয়াবহ হতে থাকবে।”