৫২ জতীয় ডেস্ক।।
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। জনগণের শক্তি অপরিসীম, তাই সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি দেশ রক্ষায় তাদেরকেই এগিয়ে আসতে হবে। রোববার রংপুর পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত, বিজিবি’র উত্তর-পশ্চিম অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজার রহমান, রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবীর, র্যাব ১৩ রংপুর পরিচালক লেঃকর্নেল কিসমত হায়াৎ, রংপুর জেলা প্রশাসক ফরিদ আহমেদ, গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ এহসানে এলাহী, রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএমসহ প্রসাশনের কর্তকর্তাবৃন্দ।
বেনজির আহমেদ বলেন, যারা নৃশংসভাবে পেট্রোলবোমা ছুঁড়ে নারী-শিশুসহ সাধারণ মানুষ হত্যা করছে তারা জঙ্গিবাদী কায়দায় জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক জঙ্গিরা যেভাবে মানুষ পুড়িয়ে হত্য করছে সেভাবে দুর্বৃত্ত-সন্ত্রাসীরা পেট্রলবোমা ছুঁড়ে দেশের ভেতর এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জঙ্গি কায়দায় চালানো এই সব সন্ত্রাস চিরতরে নির্মূল করা হবে। সে ভাবে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
তিনি বলেন, সাংবাদিকদের আরও দায়ীত্বশীল ভুমিকা প্রয়োজন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহযোগিতা করতে হবে।
র্যাবের মহাপরিচালক আরও বলেন, এ দেশ সোমালীয়া না, এদেশের মানুষ শান্তি প্রিয়। মানুষ এই হত্যা খুন চায় না। যারা মানুষের শান্তি নষ্ট করে আগুনে পুড়িয়ে মানুষ খুন করছে তাদের বিরুদ্ধে জনগণকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। যারা সন্ত্রাস, খুন, অগ্নিসংযোগ করছে তাদের কাছে আহ্বান জানাই শান্তির পথে ফিরে আসুন। এই ধ্বংষযজ্ঞ আর করবেন না। যে সমস্ত খুনি ঘাতকরা গাইবান্ধায় বাসে পেট্রোলবোমা ছুড়ে ৮ জন নিরিহ শ্রমজীবী মানুষ হত্যা করছে তাদের ছেড়ে দেয়া হবে না। তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
বিজিবি, র্যাব ও পুলিশবাহিনী কি দেশের এই হত্যাযজ্ঞ বন্ধে ব্যার্থ কি? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনপ্রয়োগকারী সংস্থা ও সরকারের ওপর আস্থা রাখুন। দেশের এই পরিস্থিতি আইনপ্রয়োগকারী সংস্থা ও সরকারই দমন করবে। অন্য কেউ নয়। অতীতে সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গি তৎপরতা ছিল। র্যাবসহ সব আইন প্রয়োগকারী সংস্থাই তা দমন করেছে। ৭১ সালে এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল পরাজিত শক্তি। আজকেও তাই করা হচ্ছে।