৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
দু দু’জন সাংবাদিকের শিরোশ্ছেদ করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস ৷ আর কোনওরকম ঝুঁকি নিতে চাইছেনা জাপান সরকার ৷ তাই সিরিয়া যাওয়ার মুখে এই প্রথমবার সরকারের পক্ষ থেকে সাংবাদিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হল ৷
জানা গিয়েছে সাংবাদিক ইউইচি সুগিমোতো আগামী ২৭ ফেব্রুয়ারি সিরিয়া প্রবেশ করে সেখানকার রিফিউজি ক্যাম্পে যাওয়ার প্ল্যান করেছিলেন ৷ যদিও সাংবাদিক ইউইচি সুগিমোতো জানিয়েছেন, তিনি শরণার্থী ।
শিবিরগুলিতেই যেতেন, আইএস অধিকৃত অঞ্চলে ঢোকার যাওয়ার কোনও পরিকল্পনা তাঁর সফরসূচিতে ছিল না ৷ ভ্রমণ ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার অধিকার কারোর নেই, তবে কেনও আমার ক্ষেত্রে এই কাজ করা হল জিজ্ঞাস্য সুগিমোতোর ৷ উল্লেখ্য, সাংবাদিক কেনজি গোতো ও অভিযাত্রী হারুনা ইউকাওয়াকে শিরোশ্ছদ করার পরই এই পাসপোর্ট বাজেয়াপ্ত করার মত ঘটনা ঘটল ৷