বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন।
বুধবার বিকেল ৫টায় চেয়ারপারসনের গুলশান কর্যালয়ে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হবে। বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
বর্তমান চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ১০ দিন ধরে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলাবাহিনী। এমনকি কার্যালয়ের প্রবেশ পথে রেজিস্টার খাতা নিয়ে গত কয়েকদিন ধরে দায়িত্বপালন করছে সাদা পোশাকধারী পুলিশ।