বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, রাত ৯টার পর মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণার মধ্যদিয়ে অস্তিত্বহীনতাকেই স্বীকার করে নিল সরকার। অচিরেই রাতের বাস বন্ধের মত সরকার তার অফিস বন্ধ করে দিতেও বাধ্য হবে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
চলমান ৭২ ঘণ্টার হরতালের সঙ্গে ৪৮ ঘণ্টা বাড়িয়ে কর্মসূচি ঘোষণা দিয়ে এ বিবৃতি পাঠানো হয়।
সালাহ উদ্দিন বলেন, চলমান রাজনৈতিক সঙ্কটকে মানবসৃষ্ট দুর্যোগ নামে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী নেত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্ত ও ক্ষমতা চিরস্থায়ীকরণে তার উগ্র বাসনাই কথিত মানবসৃষ্ট দুর্যোগের উৎপত্তির কারণ। এ জন্য তিনি ও তার দল দায়ী।
তিনি বলেন, চলমান আন্দোলনের গতি দেখে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারীরা এখন তাদের পতনের প্রহর গুনছে। অজস্র নির্যাতনের শৃঙ্খল ভেঙেই আন্দোলন এখন চূড়ান্ত পরিণতির দিকে অগ্রসরমান।
সালাহ উদ্দিন অভিযোগ করে বলেন, ২০ দলীয় জোটের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে আওয়ামী সরকার নিজেরাই সহিংস ঘটনা ঘটিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোর অপকৌশল অবলম্বন করছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সব নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, সংযম, দায়িত্ব এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করে জনগণের আন্দোলনকে বিজয়ের দ্বারে পৌঁছে দিতে বজ্রকঠিন শপথের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করতে হবে। গড়তে হবে গণতন্ত্রের নতুন ইতিহাস।
সরকারের শত জুলুম নির্যাতনের পরও ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতাল অত্যন্ত স্বতঃস্ফুর্তভাবে সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ করে সাফল্যমন্ডিত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।