ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বোমাবাজির প্রতিটি মামলায় খালেদা জিয়াকে প্রধান আসামি করে বিচার করা হবে।’
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বেলা ১১টার দিকে এ মানবচন্ধন শুরু হয়। মতিঝিলের প্রায় ২৫ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মানববন্ধনে খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, ‘আপনার সঙ্গে কোনো আপস নেই। বোমাবাজের সঙ্গে কোনো সংলাপ হবে না। ২০১৯ সালের ১ ঘণ্টা আগেও বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করার জন্য খালেদা জিয়া উঠেপড়ে লেগেছেন। যেদিন পরীক্ষা সেদিন খালেদা হরতাল অবরোধ দেন।’
খালেদা জিয়ার উদ্দেশে মায়া আরো বলেন, ‘বোমা মেরে ক্ষমতায় যাবেন এটা কখনো হবে না। যদি বোমা মেরে ক্ষমতায় যাওয়া যেত তাহলে সকলের পকেটে একটা একটা বোমা থাকতো। যতই বোমা মেরে মানুষ হত্যা করেন প্রতিটি মামলায় আপনাকে প্রধান আসামি করে বিচার করা হবে।
মানবন্ধন অংশ নেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপহিত এম এ আজিজ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ড. শাহানা বেগম, কমলাপুর শেরেবাংলা স্কুলের প্রধান শিক্ষক আবদুল হালিম প্রমুখ।