গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে গাজীপুর জেলা ছাত্রদল জেলায় শনিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।
গাজীপুর শহর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক এম এ মান্নানকে অন্যায়ভাকে গ্রেফতারের প্রতিবাদে শনি ও রবিবার ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করা হয়েছে।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর বারিধারার বাসা থেকে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। এরপর তাকে গাজীপুরে এনে সন্ধ্যা পৌনে ৭টায় পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে জাতীয়বাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল আইনজীবী গাজীপুর ডিবি অফিসে যান এম এ মান্নানের সঙ্গে দেখা করতে।
কিন্তু পুলিশ তাদের দেখা করতে দেয়নি। গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, মান্নানের জন্য মোট ৩০ দিনের রিমান্ড চাওয়া হবে বিজ্ঞ আদালতের কাছে।কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানাতে পারেননি পুলিশ সুপার।জয়দেবপুর থানায় মেয়র মান্নানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলেও জানা গেছে।