বিভিন্ন গণমাধ্যমে টকশো আলোচনায় অংশ নেয়া রাজনীতি বিশ্লেষেকদের সতর্ক করে দিয়ে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, তথাকথিত বুদ্ধিজীবীরা টকশোতে ১৫৩ সংসদ সদস্যকে বিনা ভোটে ও অবৈধ আখ্যায়িত করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলবো আগামীতে আপনারা সতর্ক হয়ে কথা বলবেন।
মৌলভীবাজারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি স্কুল মাঠে বৃহস্পতিবার বিকেলে দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
টকশোতে অংশগ্রহণকারী বুদ্ধিজীবীদের লক্ষ্য করে চ্যালেঞ্জ ছুড়ে মন্ত্রী বলেন, মৌলভীবাজার তথা সিলেট বিভাগে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল একটি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর বান্ধবী ছিলেন। তাদের প্রেতাত্মা এই খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী হয়েছেন। এবার খুনী জামায়াতকে সাথে নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন-সাধ পূরণ হবে না।
তিনি বলেন, গত সংসদ নির্বাচনে না গিয়ে ফাও আপোষহীন নেত্রী হয়ে গেছেন খালেদা জিয়া। তার পুত্র তারেক রহমানের দুর্নীতি চাপা দিতে দেশ জুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।
জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. ফিরোজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আলাউর রহমান চৌধুরী, সাবেক এআইজি সৈয়দ বজলুর করীম, রণধীর কুমার দেব, আছকির খান, আসম কামরুল ইসলাম, কিশোর রায় চৌধুরী মনি, আখলাক আহমদ তরফদার, এম এ রহিম, ডা. গোপেশ চন্দ্র দাশ, সিরাজ উদ্দিন আহমদ বাদশা, সাইফুর রহমান বাবুল, আব্দুল মতিন, এমদাদুল হক মিন্টু, মাখন লাল কর্মকার প্রমুখ।